২৪ অক্টোবর সাতটা ৩৪ মিনিটে চীনের সিআন প্রদেশের থাই ইউয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র একটি " ছাংজেং ই ৪ নম্বর " রকেটসহ একীসময় দু'টি উপগ্রহ সাফল্যের সঙ্গে মহাশুন্যে পাঠাতে সক্ষম হয়েছে ।
সিআন উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্রে সূত্রে জানা গেছে, " ছাংজেং ই ৪ নম্বর " রকেট দশ বারো সেকেন্ড চলার পর দু'টি উপগ্রহ তার থেকে আলাদা করেছে এবং সাফল্যের সঙ্গে নির্দিষ্ট অবস্থানে চলে গেছে।
এ দু'টি উপগ্রহ মহাশুন্যে গুরুত্ব সহকারে অনুসন্ধান এবং মহাশুন্যের অন্য সংশ্লিষ্টবিষয় পরীক্ষায় করবে।
১৯৮১ সালে চীন বিশ্বের চতুর্থ " এক রকেট বহু উপগ্রহ" এই প্রযুক্তি রপ্ত করার দেশে পরিণত হয়েছে। এ পর্যন্ত সাফল্যের সঙ্গে বহুবার " এক রকেট বহু উপগ্রহ" উত্ক্ষেপণ করেছে।
|