চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ছুই টিয়ান খাই ২৩ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, দিনে দিনে উন্নয়নশীল একটি বড় দেশ হিসেবে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্যোগে উদ্ধার ও সহায়তার কাজে অব্যাহতভাবে যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। যে সব দেশের সাহায্য ও সমর্থন দরকার, সে সব দেশকে জরুরী সাহায্য দেবে।
চীন আর জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত ভারত মহাসসাগরের জলোচ্ছ্বাস জরুরী সাহায্যের পর্যালোচনা সংক্রান্ত সেমিনার ২৩ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জাতিসংঘ ভারত মহাসাগরের জলোচ্ছ্বাসের উদ্ধার অর্থ প্রয়োগিক অবস্থা অবহিত করা হয়েছে, অভিজ্ঞতার সারসংকলন করা হয়েছে এবং মানবিক উদ্ধারসহ নানা ক্ষেত্রে চীন ও জাতিসংঘের সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সেমিনারে ছুই টিয়ান খাই বলেছেন, জাতিসংঘের বহুপক্ষীয় মানবিক সাহায্য কাজে অংশগ্রহণের ক্ষেত্রে চীন জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে চায়।
|