**ছিংহাই -তিব্বত রেল পথ তিব্বতের সংস্কৃতি সংরক্ষণে সহায়ক হবে
সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত এক তথ্য প্রদান অধিবেশনে চীনের তিব্বতী সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন সমিতির ভাইস চেয়ারম্যান লাপা ফিংশোগ বলেছেন , ছিংহাই -তিব্বত রেল পথ চালু তিব্বতের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে সহায়ক হবে । তিনি আরো বলেছেন , দেশবিদেশের নাগরিকরা চীনের বৈশিষ্ট্যময় সংস্কৃতি ও দৃশ্য দেখতে আগ্রহী । ছিংহাই -তিব্বত রেল পথ চালু পর্যটকদের সুবিধা দিয়েছে । এ ছাড়া বাইরের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সঙ্গে সঙ্গে তিব্বতের সংস্কৃতির আরো প্রসারিত হবে
তিব্বতের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য ২০০৪ সালে চীনের তিব্বতী সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়ন সমিতি প্রতিষ্ঠিত হয় ।
**ফ্রাঙ্কফুর্ট বই মেলায় চীনের ১৩ শ' বইয়ের গ্রন্থস্বত্ব বিক্রি হয়েছে
৮ অক্টোবর সমাপ্ত ৫৮তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলায় চীনের মোট ১৩৬৪টি বইয়ের গ্রন্থস্বত্ব বিক্রি হয়েছে । এই সংখ্যা গত বছরের বই মেলার চেয়ে দ্বিগুন বেশি ।
এই আন্তর্জাতিক বই মেলায় চীনের বারোটি প্রকাশনা সংস্থা মোট ৩ হাজার ৬ শ'রও বেশি বই স্থান পেয়েছে । বিদেশী পাঠকদের প্রিয় বই প্রকাশের জন্য চীনের প্রকাশনালয়গুলো বিদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ।
চীনের প্রেস ও প্রকাশনা প্রশাসনের প্রধান লুং সিং মিন বলেছেন , চীনের বইপত্র রপ্তানিতে শুধু বই ও গ্রন্থস্বত্ব বিক্রি নয় , বিদেশী প্রকাশনালয়ের সঙ্গে মিলিতভাবে বই প্রকাশনাসহ নানা ধরনের সহযোগিতা শুরু হয়েছে ।
**ইয়াংসি নদী অববাহিকা অঞ্চলের সংস্কৃতি ও শিল্পকলা সপ্তাহ শুরু হচ্ছে
২০০৬ সালের ইয়াংসি নদীর অববাহিকা অঞ্চলের সংস্কৃতি ও শিল্পকলা সপ্তাহ ১ নভেম্বর থেকে এ নদীর উপকূল অঞ্চলের চান চিয়া কান শহরে শুরু হবে । ইয়াংসি নদীর অববাহিকা অঞ্চলের প্রথমসংস্কৃতি ও শিল্পকলা সপ্তাহ ২০০৪ সালে অনুষ্ঠিত হয় । বর্তমান সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে ইয়াংসি নদীর প্রশংসার গান প্রতিযোগিতা অনুষ্ঠান ও ইয়াংসি নদী অববাহিকা অঞ্চলের অপেরা উত্সব আয়োজন ইত্যাদি । ইয়াংসি নদীর অববাহিকা অঞ্চলের বারো ধরনের স্থানীয় অপেরার ২৪টি সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কৃতি সপ্তাহে মঞ্চস্থ হবে ।
৬ হাজার ৩ শ' কিলোমিটার দীর্ঘ ইয়াংসি নদী চীনের বারটি প্রদেশ , স্বায়তশাসিত অঞ্চল ও শহর দিয়ে বয়ে যায় । ইয়াংসি নদীর পৃথিবীর তৃতীয় বৃহতম নদী ।
**পেইচিংয়ের শিল্পকলা সপ্তাহ তাইপেই শহরে আয়োজিত হচ্ছে
পেইচিংয়ের শিল্পকলা সপ্তাহ ১৬ অক্টোবর তাইওয়ানের তাইপেই শহরে শুরু হবে । চীনের মূলভূভাগ এই প্রথমবার তাইওয়ানে সাংস্কৃতিক বিনিময়ের কর্মসূচী গ্রহণ করেছে ।
পেইচিংয়ের শিল্পকলা সপ্তাহ চলাকালে মূলভূখন্ড ও তাইওয়ানের সংস্কৃতি বিষয়ক শীর্ষ ফোরাম আয়োজন করা হবে । পেইচিংয়ের পিকিং অপেরা দলসহ বেশ কয়েকটি শিল্পী দল তাইপেই শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ।
গত সেপ্টেম্বর মাসে পেইচিংয়ে তাইপেইয়ের শিল্পকলা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে । এই কর্মসূচীর উদ্দেশ্য হলো প্রণালীর দুই পারের সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করা এবং জনসাধারণের পারস্পরিক সমঝোতা বাড়ানো ।
|