২৪ অক্টোবর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও ঘোষণা করেছেন যে, চীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের নতুন মহাসচিব, দক্ষিণ কোরিয়ার বাণিজ্য পররাষ্ট্রমন্ত্রী বান কিমুন ২৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চীন সফর করবেন ।
১৩ অক্টোবর ৬১তম জাতিসংঘের সাধারণ অধিবেশন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুমোদন করে বান কিমূনকে নতুন পর্যায়ের মহাসচিব নিযুক্ত করেছে । ডিসেম্বর মাসে বান কিমূন জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথগ্রহণ করবেন ।
তাঁর নিযুক্তি সম্পর্কে লিউ চিয়ানছাও বলেছেন, চীন বিশ্বাস করে বান কিমূনের কার্যমেয়াদে জাতিসংঘ একটি স্থির শান্তি আর ব্যাপক সমৃদ্ধির সুষম বিশ্ব গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । চীন সক্রিয়ভাবে জাতিসংঘের মহাসচিবের কাজ সমর্থন করবে ।
|