v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-24 15:41:43    
চীনের শ্রমিক ও কৃষকের লাল রক্ষী বাহিনীর লং মার্চ (২)

cri
    চীনের শ্রমিক ও কৃষকের লাল রক্ষী বাহিনীর চতুর্থ পক্ষের বাহিনী ১৯৩৫ সালের ২৮ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ব্যাপক সাফল্য অর্জন। তখন চাং কুওশৌসহ প্রধান নেতারা সিছুয়ান আর শেনসি প্রদেশের সামরিক ঘাঁটি ত্যাগ করে পশ্চিম দিকে স্থানান্তরিত করার সিদ্ধন্ত নেন। মে মাসে ৮০ হাজারেরও বেশি সৈন্য লং মার্চ শুরু করে। মে মাসের মধ্য দিকে মাও জেলা ও লিফান ইত্যাদি অঞ্চল দখল করা হয়।

    প্রথম পক্ষ ও চতুর্থ পক্ষের বাহিনী মিলিত হওয়ার পর, লাল রক্ষী বাহিনী উত্তর দিকে গিয়ে সিছুয়ান, শানসি ও কানসু সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা অনুযায়ী, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এ দুইটি পক্ষের বাহিনী একত্রিত করে বাম ও ডান দুই পক্ষের বাহিনীতে বিভূক্ত করে। এ দুই বাহিনী তৃণভূমির মাধ্যমে উত্তর চীনে যায়। আগষ্ট মাসের শেষ দিকে বাম পক্ষের বাহিনী পাওজুওয়ে কুওমিনটাং বাহিনীর ৪৯তম ডিভিসনের ৫হাজারেরও বেশি সৈন্যকে হত্যা করে দক্ষিণ কানসু প্রদেশে প্রবেশ করে। সেপ্টেম্বর মাসে চাংকুওশৌর নেতৃতাধীন ডান পক্ষের বাহিনী তাআবা অঞ্চলে পৌঁছার পর চীনের কমিউনিস্ট পার্টির আদেশ বাস্তবায়ন অস্বীকার করেন। ১০ সপ্টেম্বর মাও সেতুংসহ নেতৃবৃন্দ প্রথম ও তৃতীয় পক্ষের বাহিনী নেতৃত্ব দিয়ে অব্যাহতভাবে উত্তর চীনে যান, ১৯ অক্টোবর উত্তর শানসি প্রদেশের উছি নগরে পৌঁছে প্রথম লং মার্চ শেষ করেন। ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তাঁরা চিরুও নগর জয় করেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও লাল রক্ষী বাহিনর জন্যে উত্তর শানসি প্রদেশে ঘাটি স্থাপন করেন।

    কুওমিনটাং পার্টির বাহিনী হুপেই, হোনান ও আনহুই প্রদেশের সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে অবরোধ করলে লাল রক্ষী বাহিনীর ২৫তম বাহিনী ও হুপেই, হোনান ও আনহুই প্রদেশের চীনের কমিউনিস্ট পার্টির কমিটি কেন্দ্রীয় কমিটির আদেশ অনুযায়ী, ১৯৩৪ সালের নভেম্বর মাসে হোনান প্রদেশের রোশান জেলা থেকে পশ্চিম চীনে স্থানান্তরিত করে, হুপেই, হোনান ও শানসি প্রদেশে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে। কওমিনটাং পার্টির বাহিনী দুইবার অবরোধ ভেঙ্গে ফেলে। ১৯৩৫ সালের সেপ্টেম্বর মাসে মাসে শানসি ও কানসু প্রদেশের সামরিক ঘাঁটির ২৬তম ও ২৭তম পক্ষে বাহিনীর সঙ্গে ১৫ পক্ষের বাহিনী মিলিত হয়। প্রথম, তৃতীয় পক্ষের বাহিনী পৌঁছার পর, এ তিন পক্ষের বাহিনী একসঙ্গে প্রথম পক্ষের বাহিনীর সঙ্গে মিলিত হয়।

    হুনান, হুপেই, সিছুয়ান ও কুইচৌ প্রদেশের সামরিক ঘাঁটিতে লাল রক্ষী বাহিনীর দ্বিতীয় ও ষষ্ঠ ফ্রান্ট ১৯৩৫ সালের নভেম্বর মাসে হুনান প্রদেশের সাংচি থেকে হুনান, হুইচৌ ও ইউয়ুননান প্রদেশে প্রবেশ করে, কুমিনটাং পার্টি বাহিনী এতে পরাজিত হয়। তখন চাং কুওশৌর নেতৃত্বাধীন চতুর্থ পক্ষের বাহিনী ব্যর্থ হয়ে ছিলো। ১৯৩৬ সালের জুন মাসে দ্বিতীয় ষষ্ঠ ফ্রন্টের সঙ্গে দ্বিতীয় পক্ষের বাহিনী মিলিত হয়। জুলাই মাসে দ্বিতীয় ও চতুর্থ পক্ষের বাহিনী একসাথে উত্তর চীনে যায়। অক্টোবর মাসে এ দুই পক্ষের বাহিনী পর পর কানসু প্রদেশের হুইনিং জেলা ও চিংনিং জেলার চিয়াংথাইপাওয়ে প্রথম পক্ষের বাহিনীর সঙ্গে মিলিত হয়, এখানে এসে লাল রক্ষী বাহিনীর লং মার্চ শেষ হয়।

    চীনের শ্রমিক ও কৃষকের লাল রক্ষী বাহিনীর লং মার্চের জয় হল মানবজাতির ইতিহাসের একটি আলৌকিক ঘটনা। দুই বছরের মধ্যে ১৪টি প্রদেশের মধ্য দিয়ে চীনের বিপ্লবের ঘাঁটি উত্তর-পশ্চিম চীনে স্থানান্তরিত করে। জাপানী আক্রমণ প্রতিরোধের যুদ্ধে চীনের বিপ্লবী ব্রত উন্নয়নের জন্যে সুযোগ সৃষ্টি করা হয়।