v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-23 21:00:41    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১০/২৩

cri

 পেশাগত শিক্ষার উন্নয়ন জোরদার করাই হচ্ছে চীনের শিল্পায়ন ও আধুনিকায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি সমাজের কর্মসংস্থানকে ত্বরান্বিত করা এবং গ্রামাঞ্চল , কৃষক ও কৃষি সংক্রান্ত সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ উপায়। সম্প্রতি চীনের উপ-শিক্ষামন্ত্রী উ ছি তি বলেছেন, ২০১০ সালে মাধ্যমিক পেশাগত শিক্ষা স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা ৮০ লাখ হবে। আগামী ২৩ অক্টোবর বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু আপনাদের এই সম্পর্কে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

 সম্প্রতি চীনের চারুকলা জাদুঘরে "মধ্যপ্রাচ্যের ঘুঘু" নামক ফাং শাও সিয়ার শিল্পকর্মের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তা চীনের চারুশিল্পী এবং দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি ওপর আঁকা চিত্রকলা চীনের চারুকলার ইতিহাসে খুব কম। ফাং শাও সিয়া তাঁর তুলির মাধ্যমে শান্তির আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন সুন্দরভাবে। ২৪ অক্টোবর মঙ্গলবার সংস্কৃতি সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং চীনা শিল্পী ফাং শাও সিয়া এবং তার শিল্পকর্মের পরিচয় দেবেন।

 মাদক হচ্ছে সমাজের ক্ষতিকর ও জীবন-বিনাশী জঘণ্য দানব স্বরূপ। মাদক-নিরাময় কেন্দ্র হচ্ছে জঘণ্য দানবের বিরুদ্ধে সংগ্রাম করা এবং ধ্বংসপ্রায় জীবন ফিরিয়ে আনার স্থান। দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের রাজধানী খুনমিং শহরে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মাদক-নিরাময় কেন্দ্র। প্রতি বছর এই কেন্দ্রে ৬ হাজারেরও বেশি মাদক আসক্তদের চিকিত্সার ব্যবস্থা করা হয়ে থাকে। ২৫ অক্টোবর বুধবার সমাজ দর্পন আসরে মি. শি চিং উ "মাদক-নিরাময়ীরা এখান থেকে সমাজে ফিরে যাবে" নামে একটি প্রতিবেদন শোনাবেন।

 সাম্প্রতিক কয়েক বছরে চীনা পর্যটকদের নামকরা পাহাড় বা নদনদীতে ভ্রমণ করা বা বিভিন্ন অঞ্চলের রীতিনীতি ও প্রথা জানার আগ্রহ বেড়ে যাওয়ার পাশাপাশি চীনের আধুনিক ইতিহাসের বিখ্যাত বিপ্লবস্থল পরিদর্শন করার আগ্রহও আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা বিপ্লবস্থল ভ্রমণ করাকে "লাল রং ভ্রমণ" বলি। ২৬ অক্টোবর বৃহস্পতিবার চলুন বেড়িয়ে আসি আসরে আমি আপনাদের কাছে চিং কাং শান অর্থাত্ চিংকাং পাহাড় নামে লাল বিপ্লব পর্যটনস্থলকে পরিচয় করিয়ে দেবো।

 ৭০ বছর আগে জাপান আক্রমণকারীদের প্রতিহত করা এবং দেশের অভ্যন্তরের সামরিক শক্তির ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন লাল ফৌজ বাহিনী লং মার্চ করেছে। তারা প্রায় দু'বছর ধরে দক্ষিণ-পশ্চিম চীন থেকে উত্তর-পশ্চিম চীন পর্যন্ত খালি পায়ে ১২ হাজার কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছেন। চীনা জাতির ভাগ্য পরিবর্তন করার এই দীর্ঘ অভিযানকারী দলের মধ্যে অনেক নারী যোদ্ধাও ছিলেন। সেই দীর্ঘ অভিযানে এই সব নারী যোদ্ধারা কি ধরণের অভিজ্ঞতা অর্জন করেছেন? ২৭ অক্টোবর শুক্রবার কন্যা জায়া জননী আসরে চোং শাও লি লালফৌজ বাহিনীর কয়েকজন নারী যোদ্ধা সম্পর্কে কিছু কথা বলবেন।

 চীনের ৫৫টি সংখ্যালঘু জাতির মধ্যে হে চে জাতি সবচেয়ে অল্প লোকসংখ্যার জাতি। এখন তাদের লোকসংখ্যা ৫ হাজারেরও কম। তারা উত্তর-পূর্ব চীনের তিনটি নদী-হেইলুং নদী, উসুলি নদী ও সুংহুয়া নদীর অববাহিকায় বাস করেন এবং বংশপরম্পরায় মাছ ধরা ও পশু শিকারের ওপর নির্ভর করে জীবনযাপন করেন। ২৮ অক্টোবর শনিবার ওরা অনন্য আসরে থাং ইয়াও খান হে চে জাতির জেলেদের সঙ্গে এক দিন সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।