|
 |
(GMT+08:00)
2006-10-23 20:07:27
|
আন্তর্জাতিক আইনের কাঠামোতে ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হবে
cri
ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসেইন এলহাম ২৩ অক্টোবর বলেছেন, আন্তর্জাতিক আইনের কাঠামোতে ইরান তার পরমাণু ইস্যু নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ইসলামিক প্রজাতন্ত্র বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে, ২৩ অক্টোবর তেহরানে আয়োজিত একটি তথ্য জ্ঞাপন সভায় মুখপাত্রটি বলেছেন, পরমাণু শক্তির প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে কাজে লাগানো হচ্ছে ইরানের যথোচিত বৈধ অধিকার। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, ইরান বিভিন্ন পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরাত বন্ধের যে প্রস্তাব গ্রহণ করেছে মুখপাত্রটি তার সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সাময়িকভাবে এই তত্পরতা বন্ধ করা ইরানের পক্ষে সম্ভব নয় ।
|
|
|