|
 |
(GMT+08:00)
2006-10-23 19:57:36
|
জাগা অঞ্চলে ইসরাইলী সৈন্যদের গুলিতে ৭ জন ফিলিস্তিনিরপ্রাণহানি ঘটেছে
cri
২৩ অক্টোবর গাজা অঞ্চলে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী কমপক্ষে ৭ জন ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করেছে। ইসরাইলের হারেত্জ পত্রিকার একটি খবরে বলা হয়েছে, ২৩ অক্টোবর ভোরবেলায় গাজা অঞ্চলের উত্তরাংশের বেইট লাহিয়া গ্রামের কাছাকিছি ওত পেতে থাকা ইসরাইলের একটি পর্যবেক্ষণ গ্রুপের হামলায় কমপক্ষে সাত জন ফিলিস্তিনী নিহত হয়েছে। তা ছাড়া আরো এগারো বারো জন আহত হয়েছে। ফিলিস্তিনের পপিউলার রেসিস্টানস কমিটি বলেছে, এই সংস্থার একটি উচ্চ পদস্থ সদস্য এই হামলায় মারা গেছেন। ফিলিস্তিনের নিরাপত্তা বিভাগ বলেছে, গত জুন মাস থেকে গাজা অঞ্চলে সামরিক অভিযান শুরু হওয়ার পর ইসরাইলী সৈন্যরা কমপক্ষে ২৫০ জন ফিলিস্তিনীকে হত্যা করেছে।
|
|
|