চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২২ অক্টোবরপেইচিংএ বলেছেন, জনগণের মৌলিক স্বার্থ বাস্তবায়ন, রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে চীন সরকার দুর্নীতি দমন অভিযান অব্যাহত রাখবে। এর সঙ্গেসঙ্গে প্রতিটি দেশের বাস্তব অবস্থার আলোকে চীন বিভিন্ন দেশের সঙ্গে কার্যকর সহযোগিতা চালাবে। তিনি জোর দিয়ে বলেছেন, চীন জনসাধারণের সমর্থন-পুষ্টও অংশ গ্রহণে দুর্নীতি দমন কার্যকর সংস্থা প্রতিষ্ঠার পক্ষপাতী। তা ছাড়া, সরকারী সংস্থাসহ বিভিন্ন মহলের কর্মচারীদের আইন লঙ্ঘণ ও কাজর্কমে উদাসীনতার বিরুদ্ধে চীনা নাগরীকদের নালিশ, অভিযোগ দাখিল ও আপিল করার অধিকার নিশ্চিত করা হবে।
২২ অক্টোবর পেইচিংয়ে আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি দমন ইউনিয়নের প্রথম বার্ষিক অধিবেশন আর সদস্য কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট হু চিন থাও এ কথা বলেছেন। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে আন্তর্জাতিক দুর্নীতি দমন ব্যুর্রোইউনিয়ন আনুষ্ঠানিকভাবে গঠিত হবে।
|