বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থাপনা ব্যুরোর একজন কর্মকর্তা ২৩ অক্টোবর স্বীকার করেছেন, একই দিন রাজধানী ঢাকার ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মেঘনা নদীতে একটি যাত্রীবাহী জাহাজ ও একটি মালবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষে ডুবে গেছে।
এই কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনা ঘটার সময় যাত্রীবাহী জাহাজে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খাওয়ার পর পরই তা ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের রিপোর্ট পাওয়া যায় নি।
উল্লেখ্য যে, প্রতি বছর বাংলাদেশের কয়েক শত মানুষ জাহাজ দুর্ঘটনায় মারা যায়।
|