জাতিসংঘের মহাসচিব কফি আনান ২২ অক্টোবর সন্ধ্যায় এক বিবৃতিতে জাতিসংঘের সুদান সমস্যা সংক্রান্ত বিশেষ দূত জান প্রন্ক ফিরে আসার আহ্বান জানিয়েছেন ।
আনান বলেছেন, সেদিন সকালে তিনি সুদান সরকারের একটি চিঠি পেয়েছেন, যাতে প্রন্ককে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে। আনান প্রন্ককে নিউইয়র্কে জাতিসংঘের দফতরে ফিরে এসে এই বিষয় নিয়ে ভালভাবে আলোচনার কথা বলেছেন।
সুদান সরকার ২২ অক্টোবর প্রন্ককে সুদানে তার সকল কাজ বন্ধ করে ৭২ ঘন্টার মধ্যে সুদান ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
সম্প্রতি প্রন্ক নিজের প্রবন্ধে বলেছেন যে, সুদান সরকারী সেনাবাহিনী দার্ফুরে স্থানীয় সরকার বিরোধী সশস্ত্র সংঘর্ষ ব্যর্থ হয়েছে এবং সংঘর্ষে বহু লোক হতাহত হয়েছে। সুদান সশস্ত্র সেনাবাহিনী দফতর ১৯ অক্টোবর এক বিবৃতিতে প্রন্ককে একজন " অজনপ্রিয় মানুষ" হিসেবে আখ্যায়িত করেছে।
|