পানামার নিবার্চনী আদালত ২২ অক্টোবর ঘোষণা করেছে, ২২ অক্টোবর আয়োজিত গণভোটে সাফল্যজনকভাবে পানামা খালের সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদিত হয়েছে। ভোটদানের সর্বশেষ ফলাফল অনুযায়ী, ৬০ শতাংশেরও বেশী লোক এই পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছেন। এই ভিত্তিতে পানামার নিবার্চনী আদালতের চেয়ারম্যান এদওয়াদো ভালদেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, পানামা খালের সম্প্রসারণ পরিকল্পনা গণভোটে অনুমোদিত হয়েছে।
পানামার সরকার ও পানামা খাল ব্যবস্থাপনা ব্যুর্রো এর আগে বারবার জোর দিয়ে বলেছে, পানামা খালের উপর পানামার আর্বভৌমত্বপূর্ণপ্রতিষ্ঠিত হওয়ার পর এবারের সম্প্রসারণ প্রকল্প বৃহত্তম আকারের। ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পযর্ন্ত পানামা এ সম্প্রসারণ প্রকল্পে ৫২৫ কোটি মার্কিন ডর্লার বরাদ্দ করবে। যার ফলে খালের সর্বোচ্চ পরিবহণ পরিমাণ দ্বিগুণ হবে।
|