আন্তর্জাতিক দুর্নীতি দমন ব্যুরো সমিতির প্রথম বার্ষিকীসম্মেলন ও সদস্যদেশের কংগ্রেস ২২ অক্টোবর পেইচিংয়ে শুরু হয়েছে । ৫দিনব্যাপী এই সম্মেলনে আন্তর্জাতিক দুর্নীতি দমন ব্যুরো সমিতির আনুষ্ঠানিক প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হবে । সমিতির ভেতরের সরাসরি সহযোগিতা ব্যবস্থাও প্রতিষ্ঠিত হবে । সুতরাং সম্মেলনের অনুষ্ঠানকে আন্তর্জাতিক দুর্নীতিদমন ক্ষেত্রের এক মাইলফলক ঘটনা বলে আখ্যায়িত করা হয় ।
" আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা , কার্যকরভাবে <আন্তর্জাতিক দুর্নীতি দমন চুক্তি> বাস্তবায়নকরা" শিরোনামে সম্মেলনে বিশ্বের ১৩৭টি দেশ ও অঞ্চলের এবং ১২টি আন্তর্জাতিক সংস্থার মোট ৯০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন । সম্মেলনে আন্তর্জাতিক দুর্নীতি দমন ব্যুরো সমিতির সনদ গ্রহণ করা হবে , সমিতির সদস্য দেশ নির্বাচন করা হবে এবং তার উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম প্রণয়ন করা হবে । প্রতিনিধিদের মধ্যে বেশির ভাগ হলেন বিভিন্ন দেশের স্কাউট, দুর্নীতি ও ঘুষ খাওয়া সংক্রান্তমামলার অভিযোগ ও বিচার করার দায়িত্বশীল ব্যক্তি। তাই তারা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দুর্নীতিগত অপরাধ প্রতিরোধ ও দমন বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করবেন ।
আন্তর্জাতিক দুর্নীতি দমন ব্যুরো সমিতিএমন একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা সম্পর্কে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন । তিনি বলেছেন, আন্তর্জাতিক দুর্নীতি দমন ব্যুরো সমিতি প্রতিষ্ঠা করা বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে দুর্নীতি দমন সহযোগিতা ব্যবস্থার প্রতিষ্ঠা ও বিভিন্ন দেশের সহযোগিতা জোরদার এবং " জাতিসংঘ দুর্নীতি চুক্তি"র বাস্তবায়নের পক্ষে সহায়ক হবে । দুর্নীতি দমনে আন্তর্জাতিক সহযোগিতার মান ও কার্যকরিতার উন্নয়নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন।
দুর্নীতি আসলে একটি দেশের অভ্যন্তরীন ব্যাপার । কিন্তু বিশ্বায়নের ফলে অনেক দুর্নীতি দেশের সীমারেখা ছাড়িয়েছে । ফলে আন্তর্জাতিক সহযোগিতা চালালেই কেবল বিভিন্ন দেশের দুর্নীতিদমন কাজ কার্যকরহতে পারবে । সুতরাং ২০০৩ সালে ৫৮তম জাতিসংঘ সাধারণ পরিষদে "জাতিসংঘ দুর্নীতি দমন চুক্তি" গৃহিত হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় এক স্বাধীন বেসরকারী, অ-রাজনৈতিক ও অ-লাভবানজনক আন্তর্জাতিক সংস্থা অর্থাত আন্তর্জাতিক দুর্নীতি দমন ব্যুরো সমিতি প্রতিষ্ঠার প্রস্তাব করেছে ।
সম্মেলনে অংশগ্রহণকারী জাতিসংঘ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধসাধন প্রতিরোধ অফিসের নির্বাহী চেয়ারম্যান আন্টোনিও মারিয়া কোস্টা সম্মেলন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেছেন, সংস্থারপ্রতিষ্ঠা ও পেইচিংয়ের সম্মেলন আন্তর্জাতিক দুর্নীতি দমন সহযোগিতার এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হবে । আমরা এই ধারায় আরও ভালভাবে মত বিনিময় করতে পারব এবং অভিজ্ঞতা আদানপ্রদান করতে পারব ।
সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং দুর্নীতি দমনে চীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন । দুর্নীতি দমনে চীনের স্পস্ট অভিমত এবং আন্তর্জাতিক সহযোগিতায় চীনের প্রস্তাব সম্পর্কে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও বলেছেন , আগামীকালে চীন সরকার স্পষ্ট ও অবিচলভাবে দুর্নীতি দমনের কাজ চালাতে থাকবে । আমরা প্রস্তাব করি যে , বিভিন্ন দেশের উচিত পরস্পরের সার্বভৌমত্বেরপ্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে পারস্পরিক কল্যাণ ও সুবিধাজনক আন্তর্জাতিক সহযোগিতা চালানো এবং বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অবস্থাকেসম্মান প্রদর্শনের ভিত্তিতে দুর্নীতি দমনের সহযোগিতা চালানো । চীন দুর্নীতি দমন সম্পর্কিত আইন বিধি প্রণয়ন ও উন্নত করছে ।
দুর্নীতি সমস্যা বিশ্বজোড়া সমস্যা । সমস্যাটি বিভিন্ন দেশ, বিভিন্ন সরকারী বা ব্যক্তিগত সংস্থায় বিদ্যমান । সুতরাং দুর্নীতি দমন মানবজাতি সমাজের পরবর্তীকালেরউন্নয়নের এক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে । এ সম্পর্কে আন্তর্জাতিকপ্রকিউরেটার সমিতির চেয়ারম্যান, ডানমার্কেরপ্রধান প্রকিউরেটার হেনিং ফোদে জাতিসংঘ মহাসচিব কফি আনানের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে দুর্নীতি দমনের প্রচেষ্টা চালাবার আহবান জানিয়েছেন ।
|