পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ফেডারেশনের প্রথম বার্ষিক সম্মেলন ২২ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ফেডারেশন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, ফলপ্রসূভাবে "জাতিসংঘের দুর্নীতি বিরোধী চুক্তি" কার্যকরী করা।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।
বিশ্বের ১৩৭টি দেশ ও অঞ্চল এবং ১২টি আন্তর্জাতিক সংস্থার ৯০০ জনেরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনের প্রধান দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ফেডারেশনের সনদ অনুমোদন করা, সাংগঠনিক ব্যক্তিদের নির্বাচন ও এর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। প্রতিনিধিরা ঘুষ খাওয়া ও দুর্নীতি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং অভিযান চালানোর ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে ব্যাপক ও গভীরভাবে আলোচনা করবেন।
|