মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ২১ অক্টোবর মার্কিন সরকার এবং সামরিক পক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইরাক সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করেছেন। বুশ বলেছেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের জন্য প্রতিদিনই কঠোরতর প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ইরাকে মার্কিন বিরোধী সশস্ত্র শক্তির বর্তমান অবস্থা, ইরাকে মার্কিন বাহিনীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং ইরাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নের উপায় । ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনি, প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামস্ফেল্ড ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলী এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
একই দিন এক সাপ্তাহিক বেতার ভাষণদানকালে বুশ বলেছেন, মার্কিন বাহিনী নিজের কর্তব্য সম্পাদনের আগে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইরাকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পরিবর্তিত হয় নি, কেবর তা বাস্তবায়নের কৌশল পরিবর্তিত হবে।
|