থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সুরায়ুদ ছুলানন্ত ২১ অক্টোবর বলেছেন, থাইল্যান্ডের বর্তমানের পরিস্থিতিতে দেশের সামরিক আইন বাতিল করা যায় না ।
তিনি ইন্দোনেশিয়ার রাজধানি জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলোর সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, থাইল্যান্ডের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে সরকার সামরিক আইন বাতিল করবে, " কিন্তু এখন তা সম্ভব নয়"।
গত ১৯ সেপ্টেম্বর থাইল্যান্ডে ধারাবাহিক সামরিক অভূত্থানের মাধ্যমে দেশটিতে সামরিক আইন সার্বিকভাবে কার্যকর করা হয়েছে। ২১ অক্টোবর, ছুলানন্ত ইন্দোনেশিয়ার এক দিনব্যাপী সফর করেছেন। এর আগে, তিনি লাওস, কম্পুচিয়া এবং মালয়েশিয়া সফর করেছেন ।
|