১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চীন ও জাপানের সরকারী পরামর্শ সংস্থা--- চীন-জাপান মৈত্রী একবিংশ শতাব্দী কমিটি পূর্ব চীনের ছিংতাও শহরে এক সম্মেলনের আয়োজন করেছে। ২১ অক্টোবর এই কমিটি এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জাপানের নতুন প্রধানমন্ত্রী সিনজো আবের সদ্যসমাপ্ত চীন সফর আর চীন ও জাপানের রাজনৈতিক সম্পর্কের অচলাবস্থা ভেঙ্গে দেয়া সংক্রান্ত বিষয়ের ওপর এবারের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীন ও জাপান সংস্কৃতি, ক্রিড়া এবং তথ্য মাধ্যমসহ নানা ক্ষেত্রের বিনিময় জোরদার করা উচিত, পূর্ব সাগরের সম্পদ উন্নয়ন, জ্বালানি সম্পদ, পরিবেশ এবং দুর্যোগ মোকাবেলা করা সহ দু'দেশের অভিন্ন কৌশলগত স্বার্থ এবং সুনির্দিষ্ট সহযোগিতা স্পষ্ট করা উচিত, এটা দু'দেশের কৌশলগত পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। তা ছাড়া , নেতৃবৃন্দের মধ্যে সরাসরি আলাপ-আলোচনার অপরিবর্তিত তাত্পর্য আছে বলে চীন ও জাপানের নেতাদের প্রায়ই আলাপ-আলোচনা চালানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
|