রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ২১ অক্টোবর মেক্সিকো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের তথ্য সচিব আলেক্সেই গরোমোভ বলেছেন, সাক্ষাত্কালে রাইস জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়ার সিউল এবং চীনের পেইচিংয়ে তাঁর সফরের অবস্থা পুটিনের কাছে ব্যখা করেছেন। দু'পক্ষ উত্তর কোরিয় পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সমস্যা এবং পারমাণবিক অস্ত্রের অবিস্তার নিয়ন্ত্রণ সমস্যা নিয়ে মত বিনিময় করেছে। এবং অনুষ্ঠিতব্য রাশিয়া ও মার্কিন শীর্ষ সম্মেলনের সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেছে।
|