আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ দাউদ ২১ অক্টোবর বলেছেন, গত দশদিনে আফগানিস্তান সরকার তাদের সাতটি প্রদেশে ব্যাপক মাদক দমন অভিযান চালিয়েছে। এ অভিযানের সময় মোট ১৬ টন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
তিনি বলেছেন, এসব মাদকদ্রব্যের মধ্যে সাত টন আফিম, ৮টন গাজা ও ১ টন হেরোইন। তিনি আরো বলেছেন, আফগানিস্তান সরকার স্থানীয় সরকারের মাধ্যমে যাতে কৃষকগণ আর আফিম চাষ না করতে পারে সেই ব্যবস্থা নেবেন।
জাতিসংঘ মাদকদ্রব্য ও অপরাধ বিষয়ক অফিস কর্তৃক গত সেপ্টেম্বরে প্রকাশিত " আফগানিস্তানের আফিম সংক্রান্ত বার্ষিক তদন্ত" রিপোর্ট থেকে জানা গেছে, বর্তমানে আফগানিস্তানে ৩৪টি প্রদেশের মধ্যে শুধু ৬টি প্রদেশে আফিম চাষ হয় না। এ বছর আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উপর খুবই গুরুত্ব দিচ্ছে । এ জন্যে আফগানিস্তান সরকার মাদকদ্রব্য দমন অভিযান চালাচ্ছে।
|