সম্পতি চীনের দ্বিতীয় স্থীর আবহাওয়া উপগ্রহ-- ফংইয়ু দুই নং উপগ্রহ নির্মাণ পরীক্ষায় পাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী, এই বছরের শেষ দিকে চীনের শিছাং উপগ্রহ উতক্ষেপণ কেন্দ্রে তিন নং লংমার্চ পরিবাহক রকেটের মাধ্যমে এই উপগ্রহ নিক্ষেপ করা হবে।
জানা গেছে, স্থীর আবহাওয়া উপগ্রহ দূর থেকে পৃথিবীর বায়ুমন্ডল পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে পৃথিবীর পরিবেশের পরিবর্তনের তত্ত্বাবধান ও দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। এখন চীনের ব্যবহৃত স্থীর আবহাওয়া উপগ্রহ ২০০৪ সালের অক্টোবরে স্থাপন করা হয়েছে।
|