চীনের শিক্ষামন্ত্রী চৌ চি ২১ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, চীন শিক্ষা ক্ষেত্রে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চায়, যাতে উভয় পক্ষের জন্যে কল্যাণ বয়ে আনা যায়।
পেইচিংয়ে অনুষ্ঠিত এশিয়ার শিক্ষা সংক্রান্ত "শিক্ষামন্ত্রীদের গোল টেবিল সম্মেলনে" চৌ চি এ কথা বলেছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪১টি দেশের শিক্ষামন্ত্রী বা উপমন্ত্রীরা সম্মিলিতভাবে এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার জন্য আলোচনা করেছেন।
চৌ চি বলেছেন, এশিয় দেশগুলোর শিক্ষাকে গুরুত্ব দেয়ার ঐতিহাসিক ঐতিহ্য আছে। শিক্ষার ধারণা ও ব্যবস্থার ক্ষেত্রেও অনেক মিল আছে। বিভিন্ন দেশের শিক্ষা মহলের উচ্চ পর্যায়ের উচিত ঘন ঘন যোগাযোগ বজায় রাখা, নিয়মিত দ্বিপক্ষিয় ও নমনীয় আলোচনার ব্যবস্থা করা, বিশেষজ্ঞ ও ছাত্রছাত্রীদের নিয়মিত বিনিময় ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এশিয় দেশগুলোর মধ্যকার শিক্ষাগত ডিগ্রিকে স্বীকার করে নেয়া সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করার বিষয়টি ত্বরান্বিত করা ইত্যাদি।
|