২০ অক্টোবর উত্তর জাফনা উপদ্বীপের কাছে সমুদ্রে শ্রীলংকার নৌবাহিনী ও সরকার বিরোধী তামিল টাইগার সংস্থার মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন টাইগার সদস্য নিহত হয়েছে।
শ্রীলংকা নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, প্রথমেই আত্মঘাতী জাহাজসহ টাইগার সংস্থার ১৫টি জাহাজ শ্রীলংকার নৌবাহিনীর ওপর হামলা চালায়। সংঘর্ষে শ্রীলংকার নৌবাহিনী টাইগার দুটো জাহাজ ডুবিয়ে দিয়েছে। নৌবাহিনীর কয়েকজনও আহত হয়েছে। শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দু'পক্ষের গুলি-বিনিময় এখনো চলছে।
শ্রীলংকায় সংঘর্ষে লিপ্ত দু'পক্ষ ২৮ থেকে ২৯ অক্টোবর সুইডেনে শান্তিপূর্ণ পুনরায় বৈঠকে বসতে রাজী হয়েছে। কিন্তু কয়েক মাস ধরে, শ্রীলংকা সরকার ও টাইগার সংস্থার মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ইতোমধ্যেই এতে ২ হাজার ৩'শ জন নিহত হয়েছে।
|