২১ অক্টোবর, ২০০৬ চীনের অর্থনীতির বৃদ্ধি সংক্রান্ত এক ফোরাম পূর্ব চীনের সুচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের অর্থনীতিবিদ , শিল্পপতি ও চীন সরকারের কর্মকর্তা মিলে মোট ২'শরও বেশী ব্যক্তিবর্গ এবার এই ফোরামে অংশ নিচ্ছেন।
এবার ফোরামের প্রসঙ্গ হচ্ছে 'স্বতন্ত্র নবায়ন ও উদ্ভাবন এবং চীনের অর্থনীতির সম্প্রসারণ' । দুইদিনব্যাপী এই ফোরামে, অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ প্রাসঙ্গিক রিপোর্ট, আদান প্রদানসহ বিভিন্ন ভাবে নবায়ন আর উদ্ভাবনের লক্ষ্য বিশ্বের দৃষ্টি আকর্ষণ, চীনের অর্থনীতির বিশ্লেষণসহ বিভিন্ন আলোচ্যবিষয়ের সঙ্গে নীতি ও আইন পরিবেশ এবং সহযোগিতাসহ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের স্বতন্ত্র নবায়ন আর উদ্ভাবনের বিষয়টিকে ত্বরান্বিত করার ব্যাপারে আলোচনা করবেন। যাতে চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদী, উন্নয়ন ও এর প্রবৃদ্ধির ক্ষেত্রকে দ্রুত পাওয়া সম্প্রসারণ করা যায়।
চীনের অর্থনীতির বৃদ্ধি সংক্রান্ত ফোরাম হচ্ছে চীন সরকারের কার্যক্রমের ওপর বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন। এর লক্ষ্য হচ্ছে চীনের অর্থনীতির বৃদ্ধির ওপর বিশ্বের অর্থনীতির প্রভাব নিয়ে আলোচনা এবং চীনের অর্থনীতির বৃদ্ধি প্রবণতা বিশ্লেষণ করা। এই ফোরাম প্রথমবার ২০০২ সালে সুচৌ শহরে অনুষ্ঠিত হয়।
|