চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২০ অক্টোবর বলেছেন , সংলাপ ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধান করা বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । এ পদ্ধতি ছাড়া আর কোনো বাছাই নেই ।
সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিসা রাইসের সঙ্গে বৈঠককালে ওয়েন চিয়া পাও এ কথা বলেছেন । তিনি বলেছেন , এখন কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ সময় । এ সমস্যার সমাধান উত্তর-পূর্ব এশিয়া এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত ।
২০ অক্টোবর সকালে রাইস পেইচিং পৌঁছেছেন । জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করার পর রাইস চীনে এসেছেন । চীন সফর শেষে তিনি রাশিয়ায় যাবেন ।
|