দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন ২০ অক্টোবর সিউলে বলেছেন, দক্ষিণ কোরিয়া যথোপযুক্তভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের অবরোধ সংক্রান্ত প্রস্তাব মেনে চলবে ।
একই দিন সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসা তারোর সংগে সাক্ষাত্কালে রোহ মু হিউন আরো বলেন , দক্ষিণ কোরিয়া নির্ভুলভাবে বিভিন্ন সদস্য দেশের প্রতি নিরাপত্তা পরিষদের প্রস্তাবটির দাবি অনুধাবন করবে এবং যথাযথভাবে তা মেনে চলবে ।
অন্য একটি খবরে প্রকাশ , ২০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসোর সংগে এক বৈঠকে মিলিত হন । বৈঠকে উভয় পক্ষ অবিলম্বে ৬ জাতির আলোচনায় ফিরে আসার জন্যে উত্তর কোরিয়াকেতাগিদ দিয়েছে । দু পক্ষ আবার ঘোষণা করেছে যে, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা সফল হোক , বা না হোক , তারা উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ বলে স্বীকার করবে না ।
|