চীনের বিমা তত্ত্বাবধান পরিচালনা কমিশনের চেয়ারম্যান উ তিং ফু ১৯ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , অনুমান করা যায় যে , ২০১০সালে চীনের বিমা আয় ২০০৫ সালের চেয়ে দ্বিগুণ হয়ে এক ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে ।
তিনি আন্তর্জাতিক বিমা তত্ত্বাবধান কর্মকর্তা কমিশনের ১৩তম বার্ষিক সম্মেলনে এ কথা বলেছেন । উ তিং ফু বলেছেন , চীনের অর্থনীতি ও সমাজ উন্নয়নে বিরাট বিমা চাহিদা আছে । চীনের বিমা বাজার উন্নয়নের ভবিষ্যত খুব উজ্জ্বল ।
২০০২ সাল থেকে চীনের বিমা শিল্প বছরে ১৭.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে উন্নত হয়েছে । তা অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে দ্রুত উন্নতশীল শিল্পের অন্যতম ।
|