v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-20 17:35:31    
পশ্চিম আফ্রিকান দেশসমূহের অর্থনৈতিক কমিউনিটি

cri
    পশ্চিম আফ্রিকান দেশসমূহের অর্থনৈতিক কমিউনিটি ১৯৭৫ সালের ২৮ মে প্রতিষ্ঠিত হয়। এটি হলো বর্তমানআফ্রিকা মহাদেশে অবস্থিত বৃহত্তম আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন। এর সদস্য দেশ মোট ১৬টি।

     কমিউনিটির সদস্য দেশগুলোর অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের উন্নয়ন ও সহযোগিতা ত্বরান্বিত করার জন্য এটি গঠিত হয়। পশ্চিম আফ্রিকা অঞ্চলের অর্থনৈতিক একায়ন বাস্তবায়ন করা এর প্রধান লক্ষ্য। রাষ্ট্রীয় শীর্ষ সম্মেলন হলো এর সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। এই সম্মেলনে প্রতি বছর একবার আয়োজন করা হয়। জরুরী ব্যাপারের জন্য বিশেষ শীর্ষ সম্মেলনও আয়োজন করা যায়। সদস্য দেশের প্রতিনিধিরা প্রতি বছর একবার পালাক্রমিকভাবে সম্মেলনের চেয়ারম্যারের দায়িত্ব পালন করে। এই কমিটি কমিউনিটি মন্ত্রী পরিষদ, নির্বাহী সচিব কার্যালয়, ৬টি প্রযুক্তি ও বিশেষ কমিটি, আদালত ও সংসদ ইত্যাদি অংশ নিয়ে গঠিত। নির্বাহী সচিব কার্যালয় নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত।

    পশ্চিম আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক কমিউনিটি গঠিত হওয়ার পর থেকে সদস্য দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক একায়নে প্রচেষ্টা চালিয়ে আসছে। ২০০১ সালের ডিসেম্বর মাসে আয়োজিত শীর্ষ সম্মেলনে কমিউনিটির সহযোগিতা ও উন্নয়ন তহবিল নিয়ে সার্বিক সংস্কার চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনে আগের তহবিলের ভিত্তিতে পশ্চিম আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক কমিউনিটি পুঁজি ও উন্নয়ন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর দফতর টোগার রাজধানী লোমেয়ে অবস্থিত।

    অর্থনৈতিক বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পশ্চিম আফ্রিকা দেশসমূহের অর্থনৈতিক কমিউনিটি ২০০৩ সালের ডিসেম্বর মাসে আয়োজিত ২৭তম শীর্ষ সম্মেলনে সদস্য দেশের কাছে নিজের উন্নয়ন গতি ত্বরান্বিত করে ২০০৮ সালে পশ্চিম আফ্রিকার দেশসমূহের শুল্ক ইউনিয়ন গঠনের জন্য চেষ্টা করার আহ্বান জানানো হয়। সম্মেলনে গাম্বিয়া-সহ পাঁচটি দেশ নিয়ে দ্বিতীয় মুদ্রা অঞ্চল গঠন করে ২০০৭ সালে পশ্চিম আফ্রিকা অঞ্চলে একই মুদ্রা প্রচলনের প্রস্তুতি কাজ করার ঘোষণা দেয়া হয়।

    পশ্চিম আফ্রিকা অঞ্চলের অর্থনৈতিক একায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ২০০৪ সালের জানুয়ারি মাস থেকে কমিউনিটির সদস্য দেশগুলোতে একই পাসপোট ব্যবহার শুরু হয়। সদস্য দেশের নাগরিকরা এই পাসপোট নিয়ে কোনো ভিসা না লাগিয়ে যে কোনো সদস্য দেশে ভ্রমণ, কাজ করা এবং বসবাস করতে পারে। এই অঞ্চল আফ্রিকা মহাদেশের একমাত্র অঞ্চল যেখানে সদস্য দেশের নাগরিকরা অবাধে চলাচল করতে পারে।

    পশ্চিম আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক কমিউনিটি এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিলরস প্রচেষ্টা চালিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই কমিউনিটি পৃথক পৃথকভাবে সিয়েরালিওন, লাইবেরিয়া, কোটেডিভার শান্তি রক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে এবং আঞ্চলিক সংঘর্ষে মধ্যস্থতায় প্রচেষ্টা চালিয়েছে। পশ্চিম আফ্রিকা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশিলতা সুরক্ষা করার জন্য ২০০৫ সালের জুলাই মাসে এই কমিউনিটি আগামী পাঁচ বছরে একটি ৬৫০০ সৈন্যের সমন্বয়েশান্তিরক্ষী বাহিনী গঠনের গোষণা দেয়া হয়।