v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-20 15:39:37    
চীনের গ্রামীণ স্বচ্ছলতার প্রতিনিধি, জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি সুং ফুং নিয়ান

cri
     মধ্য চীনের হোনান প্রদেশের রাজধানী চেন চৌ শহরের উপকন্ঠে অবস্থিত সুং চেই নামে একটি গ্রাম আছে । গ্রামে প্রবেশ করলে সংবাদদাতার চোখে পড়ল সবুজ তৃণভূমিতে একটির পর একটি মনোরম আবাসিক দালান ও পাকা বাড়িঘর সারিবদ্ধভাবে ছড়িয়ে আছে । তৃণভূমিতে আধিবাসীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন । দেখতে একেবারে শহুরে দৃশ্য । আগে সুং চেই ছিল নোংরা , বিশৃঙ্খল ও দরিদ্র একটি গ্রাম । তাহলে কে এই গ্রামের এত ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন ? তার নাম সুং ফুং নিয়ান , তিনি চীনের জাতীয় গণ কংগ্রেসের একজন প্রতিনিধি ।

    ৫৭ বছর বয়স্ক সুং ফুং নিয়ান সুং চেই গ্রামের একজন অধিবাসী । তিনি পশ্চিমা পোষাক পরেন এবং চীনের ঐতিহ্যবাহী লিপিকলা পছন্দ করেন । তার কাছ থেকে চীনের কৃষকদের চালচলনের কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না । সুং ফুং নিয়ান সংবাদদাতাকে বলেছেন , এবছর তিনি চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গ্রামাঞ্চলের দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করেছেন ।

    রাষ্ট্রীয় অর্থ বরাদ্দের সাহায্যে দারিদ্র্য দূরীকরণ শুধু এক ধরনের অস্থায়ী উপায় । মূলের দিক থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে নিজ অঞ্চলের পরিবেশ ও জ্বালানী সম্পদ অনুসারে নিজের শক্তির ওপর নির্ভর করে অর্থনীতি বিকশিত করা দরকার । সরকারের সাহায্যে সড়ক নির্মাণ করা যায় । যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পর স্থানীয় কৃষকদের চেষ্টার ওপর নির্ভর করে স্বচ্ছলতা বাস্তবায়ন করা উচিত । এটাই সত্যিকার দারিদ্র্য দূরীকরণ ।

    মিঃ সুং ফুং নিয়ান যে প্রস্তাব পেশ করেছেন , তার মূলে রয়েছে দারিদ্র্য বিমোচনে গ্রামবাসীদের সাহায্য দানের অভিজ্ঞতা । প্রাদেশিক রাজধানী চেন চৌ শহরের উপকন্ঠের একটি গ্রাম হিসেবে সুং চেই অত্যন্ত দরিদ্র ছিল । বহু বছর ধরে কৃষকরা পতিত জমিতে চাষাবাদ করতেন । তাদের অন্ন-বস্ত্র সরকারের ত্রাণের ওপর নির্ভর করতো ।

    বিশ শতকের আশির দশকের প্রথম দিকে সুং ফুং নিয়ান গ্রামের প্রধান দায়িত্বশীল ব্যক্তি ছিলেন । আয় করা এবং স্বচ্ছল হওয়ার জন্য তিনি গ্রামবাসীদের পথনির্দেশনা দিতেন । চীনের সংস্কার ও উন্মুক্ত নীতি প্রবর্তিত হওয়ার সুবাদে তার পরিচালনায় কৃষি জমিতে বিদেশী উন্নত মানের আঙ্গুর চাষ করা হতো , মালবাহী গাড়ি কিনে কাঠ পরিবহনের ব্যবসা করা হতো , শহরবাসীদের জন্য আসবাবপত্র বানানো হতো । বাজারে পেইন্টের রকমারি কম বলে গ্রামে একটি পেইন্ট তৈরী কারখানা নির্মাণ করা হয় । শহরের শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণের জন্য গ্রামের অতিরিক্ত জমিও ভাড়া দেয়া হয় । রাষ্ট্রীয় অর্থনৈতিক বিকাশের পাশাপাশি সুং চেই গ্রামের ব্যবসা অধিক থেকে অধিকতর প্রসারিত হচ্ছে । গ্রামবাসীরা আরো স্বচ্ছল হয়েছেন । এখন শহরের মেয়েরা এই গ্রামের ছেলেদের বিয়ে করতে ইচ্ছুক ।

    মিঃ সুং ফুং নিয়ান সংবাদদাতাকে বলেন , এখন সুং চেই গ্রামে মাথাপিছু বার্ষিক আয় ছ' হাজার ইউয়ানে দাঁড়িয়েছে । কৃষি জমি ছাড়া গ্রামের স্থির পুঁজি ১ বিলিয়ন ইউয়ানেরও বেশী । এখন সুং চেই গ্রাম সমৃদ্ধ হয়েছে ।

    গ্রামবাসীদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে । আগে গ্রামে শুধু ছ' শোর মতো কৃষক জনসংখ্যা ছিল । এখন বাইরে থেকে গ্রামে চাকরি করতে আসা গ্রামীণ শ্রমিকদের সংখ্যা ৫ হাজার হয়েছে ।

    গ্রাম স্বচ্ছল হয়েছে । সুং ফুং নিয়ানের পরিচালনায় গ্রামবাসীরা নতুন বাড়িঘর নির্মাণ করেছেন এবং গাছ লাগিয়েছেন । গ্রামবাসীদের জীবনযাত্রার মান ব্যাপক উন্নত হয়েছে । তারা ১৯টি আবাসিক দালান নির্মাণ করেছেন । প্রতি ফ্ল্যাটে হিটিং ব্যবস্থা , টেলিফোন ও ক্যাবল্ টেলিভিশন ব্যবস্থা আছে । আবাসিক এলাকা বিদ্যালয় , কিন্ডারগার্টেন , দোকানপাট , হাসপাতাল , ক্লাব ইত্যাদি বুনিয়াদি ব্যবস্থায় সজ্জিত আছে । মিঃ সুং ফুং নিয়ান বলেছেন , গত কয়েক বছরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি যে সবচেয়ে মূলবান অভিজ্ঞতা পেয়েছেন , তা হল দরিদ্র অঞ্চলে উন্নয়ন করতে চাইলে শুধু সরকারের অর্থ বরাদ্দের উপর নির্ভর করলে চলে না , বরং নিজের অঞ্চলের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও কার্যকর উপায় অন্বেষণ করতে হবে ।

    মিঃ সুং সংবাদদাতাকে বলেন , সুং চেই গ্রাম যে সমৃদ্ধ হয়েছে , তাতে তিনি বহু শিক্ষা গ্রহণ করেছেন । গ্রামবাসীরা তাকে নিজের আপনজন মনে করছেন । এতে তিনি খুব মুগ্ধ হয়েছেন । এক বার তিনি গুরুতরভাবে বেতো হৃদ রোগে আক্রান্ত হলেন । অস্ত্রোপচারের জন্য বড় অংকের টাকা-পয়সা প্রয়োজন ছিল । গ্রামবাসীরা ডিম , খাদ্য এমন কি নিজের চুল কেটে বিক্রি করে যে আয় করলেন , তা সব তাকে উপহার হিসেবে দেয়া হল ।

    ১৯৯৮ সালে মিঃ সুং ফুং নিয়ান চীনের নবম জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন । তিনি উপলব্ধি করেন যে , গণ প্রতিনিধি হিসেবে জনগণের জন্য আরো বেশি কিছু করতে হবে । সুতরাং সুং চেই গ্রামের খুঁটিনাটি কাজের ব্যবস্থাপনার পাশাপাশি তিনি মাঝেমধ্যে গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান । গ্রামবাসীদের সব সমস্যা ও অসুবিধা তিনি একাগ্রচিত্তে নিষ্পত্তি করে থেকেন । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হওয়ার পর তিনি আশেপাশের সকল গ্রামে গিয়েছিলেন । অসুবিধা কাটিয়ে উঠতে তার কৃষকদের সাহায্য করা সম্পর্কিত কাহিনী সকলের জানা আছে । অসুবিধা হলে কৃষকরা তার সঙ্গে পরামর্শ করতে ইচ্ছুক ।

    ২০০৩ সালে মিঃ সুং ফুং নিয়ান আবারও দশম জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন । তিনি বলেছেন , প্রতিনিধি হিসেবে কৃষকদের বাধা-বিঘ্ন কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য তিনি বহু জ্ঞান অর্জন করেছেন । এতে তিনি অধিক থেকে অধিকতর কৃষকদের উত্পাদন বাড়ানোর গুরুতা বুঝতে পেরেছেন । তিনি বলেছেন ,

    বেশি লেখাপড়া করতে শিশুদের উত্সাহ দেয়ার জন্য গ্রামে বিবিধ পুরস্কারমূলক ব্যবস্থা চালু হয়েছে । আমাদের গ্রামে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন , তাদের প্রত্যেককে ১০ হাজার ইউয়ান পুরস্কার দেয়া হয় । গ্রামে প্রাথমিক স্কুল থেকে মাধ্যমিক স্কুল পর্যন্ত ১২ বছর মেয়াদী বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এই সময়পর্বে গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যাবতীয় ফি মওকুফ করা হয় ।