**শানতোং প্রদেশ বিশ্ব বিদ্যালয়ে প্রবেশ করার জন্যে ৬০ হাজার দরিদ্র ছাত্রছাত্রীকে ৩০ কোটি ইউয়ান রেনমিনপি ঋন যুগিয়ে দিয়েছে
শানতোং প্রদেশের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গত দু'বছরের মধ্যে শানতোং প্রদেশ লেখাপড়ার ক্ষেত্রের উন্নয়নে মোট ৩০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে। ফলে ৬০ হাজার গরীব ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারেন।
** "বেসরকারী সংস্থার নতুন গ্রাম নির্মাণে কাজের জন্যে পরিসেবা দেয়া" নামে কার্যক্রম শুরু
১৪৭টি বেসরকারী সংস্থা সম্প্রতি নিখিল চীন জাতীয় বেসরকারী সংস্থাকে বাস্তব অভিযানের মাধ্যমে সমাজতান্ত্রিক নতুন গ্রামের নির্মাণ কাজে ঝঁপিয়ে পড়ার প্রস্তাব দিয়েছে। "বেসরকারী সংস্থার নতুন গ্রাম নির্মাণে পরিসেবা দেয়া" কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উল্লেখিত ১৪৭টি বেসরকারী সংস্থার মধ্যে রয়েছে কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি ও পরিবেশের সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রের সামাজিক সম্প্রদায়।
** হেলোংচিয়াং প্রদেশে এ বছর খাদ্যশস্যের উত্পাদন প্রচুর পরিমাণে হয়েছে
বহু ধরণের সুবিধার মাধ্যমে চীনের হেলোংচিয়াং প্রদেশে এই বছর খাদ্যশস্যের উত্পাদন প্রচুর পরিমাণে হয়েছে। হেলোংচিয়াং প্রদেশের পরিসংখ্যান ব্যুরো ও প্রদেশের কৃষি কমিটিসহ বিভিন্ন বিভাগের যৌথ বিশলেষণ থেকে জানা গেছে, এই বছর এই প্রদেশের খাদ্যশস্যের মোট উত্পাদন ৩৭.৮ বিলিয়ন কেজি হবে বলে অনুমাণ করা হচ্ছে। হেলোংচিয়াং প্রদেশের খাদ্যশস্যের উত্পাদন একটানা তিন বছর ধরে বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
|