এ বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনের সামাজিক বীমা তহবিল ৬ শতাংশ লভ্যাংশ সহ ১২.১ বিলিয়ন রেনমিনপি হয়েছে ।
চীনের সামাজিক বীমা তহবিল পরিষদের মহাপরিচালক সিয়াং হুয়াইছেন প্রাসঙ্গিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন ।
তিনি বলেছেন , বিশ্লেষণ থেকে জানা গেছে , এ বছরের প্রথম ৬ মাসে স্টক মার্কেট বেড়ে যাওয়ার কারণে সামাজিক বীমা তহবিলের লাভ বেড়ে যায় ।
সিয়াং হুয়াইছেন বলেছেন , পরবর্তী কয়েক মাসে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রেঅর্থবিনিয়োগ করা হবে , বিদেশে অর্থবিনিয়োগ প্রস্ততি নেয়া হবে । এখন বিদেশে অর্থবিনিয়োগের অধিকার দেয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে ।
চীনের সামাজিক বীমা তহবিল চীনের কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীভূত সামাজিক বীমার অর্থ । এটা প্রধানতপরবর্তীকালে চীনের লোকসংখ্যার বৃদ্ধির চুড়ান্ত পর্যায়েসামাজিক নিশ্চয়তাবিধানে ব্যবহার করা হবে । এ বছরের সেপ্টেম্বরের শেষ দিক নাগাদ সারা চীনের সামাজিক বীমা তহবিলের মূল্য ২৫৫.৪ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে ।
|