চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চিন চিয়াং ১৯ অক্টোবর বলেছেন , চীন রাশিয়ার সংগে সীমান্ত নদীর পানি সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে তার সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক ।
পেইচিংয়ে চীন-রুশ জাতীয় বর্ষ সংক্রান্ত সরকারী ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাত্কারে লি চিন চিয়াং বলেছেন , চীন সরকার টেকসই উন্নয়নের কৌশল অনুসরণ করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজ জোরদান করে চলেছে । চীন ও রাশিয়ার সীমান্তে অবস্থিত সুং হুয়া চিয়াং নদী সংস্কারের কাজ চীনের গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণের কার্যক্রমে অন্তর্ভূক্ত হয়েছে । চীন চীন-রুশ প্রধানমন্ত্রীদ্বয়ের নিয়মিত বৈঠক কমিটির পরিবেশ সংক্রান্ত শাখা কমিটির মত কার্যকর ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার সংগে ঘনিষ্ঠভাবে পরামর্শ করতে ইচ্ছুক যাতে চীন-রুশ সীমান্ত নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে এবং দু দেশের জনগণের পক্ষে আরো কল্যাণকর হয় ।
লি চিন চাং আরো জানিয়েছেন , আগামী বছরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য চীন বর্ষের তত্পরতায় চীন ও রুশ পক্ষ প্রাথমিক পর্যায়ে ১৬০টি কার্যক্রম স্থির করেছে ।
|