চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লি সিয়াও ছাও ১৯ অক্টোবর পেইচিংয়ে ঘোষণা করেছেন , এবছরের তৃতীয় কোয়ার্টারে চীনের জিডিপি গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ১০.৪ শতাংশ বেড়েছে, এই হার দ্বিতীয় কোয়ার্টারের চেয়ে ০.৯ শতাংশ কম । এতে প্রমানিত হয়েছে , চীন সরকারের সামষ্টিক নিয়ন্ত্রনের ব্যবস্থাগুলো সফল হয়েছে । চীনের জাতীয় অর্থনীতির বৃদ্ধি কমতে শুরু হয়েছে ।
১৯ অক্টোবর চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লি সিয়াও ছাও এ বছরের তৃতীয় কোয়ার্টারের অর্থনীতির উপাত্ত ঘোষণা করেছেন । এই সব উপাত্ত থেকে দেখা গেছে , চীনের জিডিপি প্রবৃদ্ধির গতি কমতে শুরু হয়েছে । তিনি বলেছেন , এ বছর কেন্দ্রীয় সরকার অর্থনীতির সামষ্টিক নিয়ন্ত্রনে কিছু ব্যবস্থা নিয়েছে । এ বছরের তৃতীয় কোয়ার্টার থেকে এ সব ব্যবস্থা সফল হতে শুরু করেছে । জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির গতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তিনি আরো বলেছেন , প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে , তৃতীয় কোয়ার্টারে চীনের জিডিপি ১০.৪ শতাংশ বেড়েছে , এটা দ্বিতীয় কোয়ার্টারের চেয়ে ০.৯ শতাংশ কম । এ ছাড়া শিল্প উত্পাদন ও স্থির পরিসম্পদ খাতে অর্থবিনিয়োগের বৃদ্ধিও কমেছে , ঋণদানের পরিমানও কিছু কমেছে ।
এ বছর চীনের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি বজায় রয়েছে । জাতীয় অর্থনীতির সুষ্ঠু বিকাশের পাশাপাশি কিছু সমস্যাও দেখা দিয়েছে । যেমন স্থির পরিসম্পদ খাতে অর্থবিনিয়োগ এখনও বেশী বলে সম্পদ , যাতায়াত ও পরিবহণ ক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছে । এটা চীনের অর্থনীতির স্থিতিশীলতার জন্য অনুকূল নয় ।
অর্থনীতির ভারসাম্যমূলক বিকাশ তরান্বিত করার জন্য এ বছর চীন সরকার সামষ্টিক নিয়ন্ত্রনের নীতি কার্যকর করেছে । মুখপাত্র লি সিয়াও ছাও বলেছেন , চীন সরকারের সামষ্টিক নিয়ন্ত্রনের নীতিগুলোর মধ্যে যেমন আছে মুদ্রাগত ও আর্থিক ব্যবস্থা , তেমনি আছে অর্থনৈতিক , আইনগত ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা । তিনি বলেছেন , এ বছরের এপ্রিল মাসে চীন ব্যাংকগুলোর ঋণ দেয়ার সুদের হার উন্নত করেছে । আগষ্ট মাসে আবার ব্যাংকগুলোর আমানত ও ঋণ দেয়ার সুদের হার উন্নত করার সিদ্ধান্ত নেয় । মাত্র ছয় মাসের মধ্যে ব্যাংকের সুদের হার দুই বার পরিবর্তন করা হয়েছে ।
লি সিয়াও ছাও মনে করেন , এ সব সামষ্টিক নিয়ন্ত্রনের ব্যবস্থা সময়োচিত ও কার্যকর হয়েছে । এই সব নীতির কল্যানে চীনের অর্থনীতির অতি দ্রুত বৃদ্ধি ও দ্রুত হ্রাস দুটোই এড়ানো গেছে এবং অর্থনীতি বৃদ্ধির গতি ধীরে ধীরে কমিয়ে দেয়া হয়েছে । অর্থনীতির দ্রুত উঠানামা দেশের স্থিতিশীল উন্নয়নের জন্য ক্ষতিকর ।
এ বছরের তৃতীয় কোয়ার্টারে অর্থনীতি বৃদ্ধির গতি কমতে শুরু করেছে । কিন্তু মোটের উপর বলা যায় , এ বছরের প্রথম তিন কোয়াটারে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি এখনও দ্রুতই বলা যায় । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , প্রথম তিন কোয়ার্টারে চীনের মোট জিডিপির পরিমান ১৪ ট্রিলিয়ন ইউয়ান , এটা গত বছরের অনুরুপ সময়ের চেয়ে ১০.৭ শতাংশ বেশি । মুখপাত্র লি সিয়াও ছাও বলেছেন , অর্থনীতির স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশ বজায় রাখার জন্য পরবর্তীকালে চীন অব্যাহতভাবে সামষ্টিক নিয়ন্ত্রনের ব্যবস্থা নেবে ।
চীনের সামষ্টিক নিয়ন্ত্রন সম্পর্কে চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর বিশেষজ্ঞ ইউয়ান কান মিন বলেছেন , এ বছর চীনের সামষ্টিক নিয়ন্ত্রন সফল হয়েছে । আমি মনে করি পরবর্তীতে আর প্রশাসনিক ব্যবস্থা নেয়া উচিত নয় । আমরা অর্থনৈতিক ব্যবস্থা নিয়েই অর্থনীতির স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে পারি । যেমন ব্যাংকের সুদের হার উন্নত করার মাধ্যমে অর্থনীতির অতি দ্রুত বৃদ্ধি বন্ধ করা যায় ।
|