চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যবিভাগের মুখপাত্র লি সিয়াওছাও ১৯ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , এ বছরের প্রথম ৯ মাসে চীনের অভ্যন্তরীনমোট উত্পাদনমূল্য ১৪ হাজার ১৪৭.৭ বিলিয়ন রেনমিনপি হয়েছে ।গত বছরের অনুরূপ সময়ের তুলনায় এটা ১০.৭ শতাংশ বেড়েছে ।
রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগ প্রকাশিত এক পরিসংখ্যানে জানা গেছে , এ বছরের প্রথম থেকে এ পর্যন্ত চীনের জাতীয় অর্থনীতি দ্রুত, স্থিতিশীল ও গুণগতভাবে বেড়েছে । চীনের শিল্প উত্পাদন, স্থিরীকৃত সম্পদে অর্থবিনিয়োগ এবং চাহিদার বৃদ্ধি দ্রুত গতি বজায় রয়েছে । অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে এ বছরের প্রথম ৯ মাসে নাগরিকদের ব্যয়মূল্যের স্থিতিশীলগতিবজায় রেখে ১.৩ শতাংশ নিম্ন হারে বেড়েছে এবং স্পষ্টমুদ্রাস্ফীতির লক্ষণ দেখা যায়নি ।
লি সিয়াওছাও মনে করেন , সার্বিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ এবং কাঠামোগত পুনর্বিন্যাস ও বৃদ্ধিপদ্ধতির পরিবর্তন জোরদার করতে থাকলে চীনের জাতীয় অর্থনীতিরঅব্যাহতভাবে স্থিতিশীল ও দ্রুত বৃদ্ধির প্রবণতা বজায় থাকবে ।
|