জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি দলের মুখপাত্র মাদাম ইয়েন চিয়ারোং ১৮ অক্টোবর ৬১তম জাতিসংঘ সাধারণ পরিষদের চতুর্থ কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিয়েছেন । ভাষণে তিনি জাতিসংঘের প্রতি ভিন্নসভ্যতার মধ্যে সংলাপ জোরদার করার আহবান জানিয়েছেন ।
ইয়েন চিয়ারোং বলেছেন , জাতিসংঘ নজিরবিহীন সংস্কারের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে । জাতিসংঘের প্রচার চালানো যেমন চ্যালেন্জ তেমনি সুযোগও রয়েছে । চীন মনে করে যে , আগামী দিনে জাতিসংঘের প্রধান কাজ হবে শীর্ষ সম্মেলনের"দলিল" বাস্তবায়ন করা , জাতিসংঘের সংস্কার ত্বরান্বিত করা এবং আফ্রিকা উন্নয়নের প্রচার কাজ জোরদার করা । জাতিসংঘের তথ্য বিভাগ সদস্যদেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং বাইরের সঙ্গে মতবিনিময় জোরদার করে ভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক সমঝোতা ও সংলাপ ত্বরান্বিত করবে বলে তিনি আশা করেন ।
তিনি বলেছেন , চীন আগের মতোই ভবিষ্যতেও জাতিসংঘের প্রচার কাজ সমর্থন করবে । তথ্য ও সম্প্রচারের ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা ও মতবিনিময় জোরদার করবে এবং জাতিসংঘের লক্ষ্য ও নীতি প্রচার এবং বহুপক্ষীয়বাদ ত্বরান্বিত করার জন্যে অক্লান্ত প্রচেষ্টা চালাবে ।
|