১৯ অক্টোবর চীনের ছাং ছুন শহরে আয়োজিত পঞ্চম চীন-জাপান-দক্ষিণ কোরিয়া বাণিজ্য ফোরামে তিন দেশের ৩০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। ফোরামে তাদের তিন দেশের মধ্যে অবাধ বাণিজ্য অঞ্চল গঠনের ব্যাপার নিয়ে মত বিনিময় করার কথা।
অংশগ্রহণকারীরা একমত হয়েছেন যে, অর্থনীতির বিশ্বায়ন ও আঞ্চলিক সহযোগিতা উন্নয়নের সঙ্গে সঙ্গে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার উচিত অর্থনৈতিক সম্পদ সংগ্রহ করে একটি শক্তিশালী যৌথ সংগঠন গঠন করা। তাতে এই সংগঠনে পুঁজি বিনিময়, আমদানি-রপ্তানি এবং মানব সম্পদ একীভুত করে ইইউ ও উত্তর বাণিজ্য অবাধ বাণিজ্য চুক্তি সংস্থার মতো একটি পূর্ব এশিয়ার অবাধ অর্থনৈতিক সংগঠন গঠন করা দিতে পারে। তিন পক্ষ একমত হয়েছে যে, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা চালানো শুধু তিন দেশের অর্থনৈতিক উন্নয়নের অনুকূল নয়, গোটা এশিয়া অঞ্চলের জন্য কল্যাণকর।
|