মিসরের প্রেসিডেন্ট হোস্নী মুবারাক ১৮ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে টেলিফোনে মধ্য-প্রাচ্য পরিস্থিতি , বিশেষ করে সুদান সমস্যা , ফিলিস্তিন সমস্যা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করাসহ বিবিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন ।
মিসরের প্রেসিডেন্ট ভবনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন , টেলিফোনে বুশ বলেছেন , সুদানের দারফুর সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র সুদান সরকারের ওপর আরো বেশি চাপ প্রয়োগ করবে । তবে মুবারাক জোর দিয়ে বলেছেন , নিরাপত্তা পরিষদের ১৭০৬ নং প্রস্তাব পালন করা এবং দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সুদান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে । তিনি বলেছেন , সুদান সরকারের অনুমোদন না নিয়ে দারফুরে জাতিসংঘ বাহিনী মোতায়েন পরিস্থিতির উন্নয়নের জন্য সহায়ক হবে না ।
ফিলিস্তিন সমস্যা সম্বন্ধে মুবারাক বলেছেন , মিসর অব্যাহতভাবে ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবে ।
|