v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-19 16:48:09    
চিঠির সারাংশ--১৯/১০/০৬

cri
    গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মো: জুয়েল আহম্মদ মাল্লিক তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবয়েছে উঁচু পাহাড়ের নাম কি? চীনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরে বলছি, চীনের মোট স্থলভাগের দুই-তৃতীয়াংশের বেশী পাহাড়পর্বত। দিক-বিস্তার অনুযায়ী পবর্তশ্রেণীগুলোকে তিনভাগে ভাগ করা যায়: পূব-থেকে-পশ্চিমে বিস্তৃত পবর্তশ্রেণী, উত্তরপূব-থেকে-দক্ষিণপশ্চিমে বিস্তৃত পবর্তশ্রেণী, এবং উত্তর-থেকে-দক্ষিণে বিস্তৃত পবর্তশ্রেণী। সর্বোচ্চ পাহাড়ের নাম বলতে গেলে হিমালয় পাহাড় সবচেয়ে উচু বলা হয়ে থাকে। তবে চীন-নেপাল সীমান্তে অবস্থিত হিমালয় পবর্তমালার প্রধান শৃঙ্গ ছোমোলাংমা পৃথিবীর সবচেয়ে উচ্চতম গিরিশৃঙ্গ। তার উচ্চতা ৮৮৪৮.১৩ মিটার। চীন-ভারত আর চীন-নেপাল সীমান্ত-বরাবর হিমালয় পবর্তমালার প্রধান অংশের বিস্তার। আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ এই পবর্তমালা সমুদ্র-সমতলের তুলনায় গড়ে ৬০০০ মিটার উঁচু।

    ঢাকা জেলার শ্রোতা মো: শহীদুল কায়সার লিমন তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে বড় জলাধার কোনটি? উত্তরে বলছি, বতর্মানে নিমির্ত ইয়াংসি নদীর তিন গিরিখাত হচ্ছে চীনের তথা বিশ্বের সবচেয়ে বৃহত জলাধার বলে গণ্য করা হয়। ইয়াংসি নদীর তিন গিরিখাত বলতে চীনের তথা বিশ্বের সবচেয়ে বড় জলসেচ প্রকল্পকে বুঝায়। ১৯৯৩ সালে এই প্রকল্প নিমার্নের কাজ শুরু হয়। এই বিরাটার প্রকল্পেরকাজ সম্পূর্ণভাবে শেষ হতে মোট ১৭ বছর লাগবে। ইয়াংসি নদীর সংস্কার ও উন্নয়ন করা এই প্রকল্প নিমার্নের উদ্দেশ্য। এই প্রকল্প সম্পন্ন হওয়ার পর ইয়াংসি নদীর বরাবর এলাকায় বন্যার প্রভাব দূর করা সম্ভব হবে। তা ছাড়া, এই প্রকল্পকে চীনের সবচেয়ে বড় বিদ্যুত উদপাদন কেন্দ্র বলে গণ্য করা হয়। অবশ্য এটাও চীনের তথা বিশ্বের সবচেয়ে বড় জলাধার বলে গণ্য করা হয়।

    চাঁদপুর জেলার শ্রোতা মো: নাসির খান তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সর্বোচ্চ ভবন কোনটা? উত্তরে বলছি, চীনের মূল ভূভাগের সবচেয়ে উচু ভবন হল সাংহাইয়ের চিনমাও ভবন। এই ভবনে মোট ৮৮ তলা রয়েছে এবং তার উচ্চতা ৪৯২ মিটার। ১৯৯৮ সালে এই ভবনের নিমার্ন কাজ সম্পন্ন হয়। চীন তাইওয়ানের একটি ভবন বতর্মানে পৃথিবীর সবচেয়ে উচু ভবন। এই ভবন মোট ১০৪ তলা এবং ভবনটির উচ্চতা ৫০৯ মিটার। ২০০৪ সালে এই ভবনের নির্মান কাজ শেষ হয়। শ্রোতা বন্ধুরা , অনুষ্ঠান শেষ হবার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন: চীনের প্রধান ব্যবসা বাণিজ্য শহর কোনটা?