 তাইওয়ান প্রণালীর দু পাশের কৃষি সহযোগিতা ফোরাম গত মঙ্গলবার চীনের হাইনান প্রদেশের পোও আওয়ে সাফল্যের সংগে শেষ হয়েছে । হংকং , ম্যাকাও ও তাইওয়ানের বেশ কয়েকটি পত্র-পত্রিকা ১৮ অক্টোবর পর পর নিবন্ধ প্রকাশ করে বলেছে , ফোরামে গৃহীত অভিন্ন প্রস্তাব ও দু পাশের কৃষি সহযোগিতা সম্প্রসারণ ও জোরদার করার ২০দফা নীতি ও পদক্ষেপ দু পাশের কৃষি সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে ।
ম্যাকাওয়ের " প্রবাসী" পত্রিকার রিপোর্টে বলা হয়েছে , ছিন মিন পার্টির অনারারী ভাইস চেয়ারম্যান চুং রুং চি ও সিনটাং পার্টির চেয়ারম্যান ইয়ু মু মিংয়ের নেতৃত্বে দুটো পার্টির প্রতিনিধিদল ফোরামে যে অংশ নিয়েছে , তাতে দু পাশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত এবং দু পাশের স্বদেশবাসীদের কল্যান সাধনের ব্যাপারে দু পাশের আন্তরিকতা প্রতিফলিত হয়েছে ।
হংকংয়ের "প্রাচ্য ডেইলী" পত্রিকার রিপোর্টে বলা হয়েছে , এবারের ফোরাম তাইওয়ানের কৃষিজাত দ্রব্যের মেধা সত্ব সংরক্ষণের মত বেশ কিছু নতুন ব্যবস্থা ঘোষণা করেছে । এটা দু পাশের কৃষি সহযোগিতার উভয় বিজয়ের জন্যে পথ সুগম করেছে ।
১৮ অক্টোবর প্রকাশিত তাইওয়ানের বহু খবরের কাগজও উপরোক্ত ২০দফা পদক্ষেপ ও অভিন্ন প্রস্তাবের ইতিবাচক মূল্যায়ণ করেছে ।
|