২৩টি দেশ আর অঞ্চলে বসবাসকারী প্রবাসী চীনাদের ৩০০ প্রতিনিধি ১৮ অক্টোবর দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেনতু শহরে সমবেত হয়েছেন । তারা অর্থ, প্রযুক্তি ও মেধার প্রাধান্য দিয়ে মহা পশ্চিম চীনের উন্নয়নে অংশনেয়ার আশা প্রকাশ করেছেন ।
" বিদেশে প্রবাসী চীনাদের হাইটেক মেলা-২০০৬" ১৮ অক্টোবর ছেনতু শহরে শুরু হয়েছে । চীনা বংশদ্ভূতবিদেশী বিশেষজ্ঞ, বিদেশে বিখ্যাত বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির প্রতিনিধি , বিশ্বের ৫০০ বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি,চীনের বিখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি, হাইটেক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নিয়েছেন ।
মেলাটি দুদিন চলবে । দু বছরে একবার করে মেলাটি অনুষ্ঠিত হয় । এর উদ্দেশ্য হল মহা পশ্চিমচীনের উন্নয়নে বিদেশে বসবাসকারী চীনাদের দক্ষ মানুষ , প্রযুক্তি ও অর্থ দিয়ে সেবা করে ।
|