পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালে সমুদ্রে মাছ ধরার জাহাজ ৩০০০ কমিয়ে দেয়ায় প্রায় ৩ লাখ জেলে আর সমুদ্রে মাছ ধরার কাজ করবেন না ।
১৮ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত" সাগরের পরিবেশ যাতে স্থলভাগের দূষণ এড়াতে পারে তা রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম" থেকে এই তথ্য পাওয়া গেছে ।
চীনের কৃষিমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , সামুদ্রিক সম্পদ রক্ষার্থে চীন সরকার ২০০২ সালে মাছশিকারী জাহাজের সংখ্যাকমিয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে । জেলেদের অন্য কাজে নিয়োজিত করতে সাহায্য করার জন্যে প্রত্যেক বছর সরকার নির্দিষ্ট পরিমানের অর্থ বিনিয়োগ করছে । এই কর্মকর্তা বলেছেন , চীন আব্যাহতভাবে জলজ প্রাণী সম্পদ ও জলসীমার পরিবেশ রক্ষার জন্য প্রচেষ্টা চালাবে ।
|