আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর মুখপাত্র ১৭ অক্টোবর কাবুলে স্বীকার করেছেন যে , ন্যাটোর প্রায় ১২০ ব্রিটিশ সৈন্য দক্ষিণ আফগানিস্তানের হিলমান্দ প্রদেশের মুসা কালা এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে ।
এই মুখপাত্র বলেছেন , হিলমান্দ প্রদেশের সরকার ও স্থানীয় প্রবীন ব্যক্তিদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী , ন্যাটো বাহিনী প্রত্যাহার করার পর স্থানীয় প্রবীন ব্যক্তিরা সেখানের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেন । জানা গেছে , আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এই চুক্তিতে সায় দিয়েছেন । ন্যাটো বাহিনী সেপ্টেম্বর মাস থেকে প্রবীন ব্যক্তিদের সঙ্গে সৈন্য প্রত্যাহার সমস্যা নিয়ে আলোচনা করতে শুরু করেছে । প্রবীন ব্যক্তিরা সরকারকে প্রতিশ্রুতি দিয়েছেন যে , বিদেশি বাহিনী প্রত্যাহার করার পর তাঁরা নিরাপত্তা রক্ষা করবেন ।
ন্যাটো ও আফগান সরকার তালিবানদের সশস্ত্র হামলার আশংকায় ইতোপূর্বে সৈন্য প্রত্যাহার করার বিষয়টি অস্বীকার করেছে ।
|