চীনের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চতুর্থ চীন আন্তর্জাতিক কৃষি দ্রব্য মেলা ১৭ অক্টোবর পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের উপ প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , চীন গ্রামের অর্থনীতি উন্নয়নকে কেন্দ্র করে গ্রামের দ্রুত উন্নয়ন ও কৃষকদের আয় বাড়ানো ত্বরান্বিত করবে ।
হুই লিয়াং ইয়ু বলেছেন , চীন দ্রুতভাবে আধুনিক কৃষি নির্মাণ করবে , কৃষি অবকাঠামোর নির্মাণ জোরদার করবে , কৃষি ও গ্রামের অর্থনৈতিক কাঠামো উত্কৃষ্ট করবে , গ্রামের নির্মাণ ত্বরান্বিত করবে , যাতে নিরাপদভাবে কৃষি উত্পাদন করা যায় , সুষম গ্রাম নির্মাণ করা যায় ।
উল্লেখ্য , চতুর্থ চীন আন্তর্জাতিক কৃষি দ্রব্য মেলার প্রতিপাদ্য হল "নতুন গ্রাম , নতুন কৃষি , নতুন জীবন" । মেলায় প্রধানত চীনের গ্রাম ও কৃষি ক্ষেত্রের নতুন অগ্রগতি দেখানো হচ্ছে ।
|