দুর্গত এলাকাগুলোর পুনর্নির্মাণের জন্যে পুঁজি ও শীত পণ্য যোগাড় করার লক্ষ্যে আগামী নভেম্বর মাসে চীনে জাতীয় পর্যায়ের চাঁদা তোলার কাজ শুরু হবে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভান্ন গত মংগলবার পেইচিংয়ে এক যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গেছে , চীনের বিভিন্ন স্থানের আবহাওয়া ঠান্ডা হয়ে আসছে । পুনর্নির্মাণ ও শীত কাটানোর ক্ষেত্রে দুর্গত এলাকাগুলোর জনসাধারণ টাকার ঘাটতি এবং খাবার , পোশাক ও লেপের অভাবের মত নানা অসুবিধার সম্মুখীণ হচ্ছে ।
এক পরিসংখ্যান থেকে দেখা গেছে , ১৯৯৯ সালের পর এ বছর চীন সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় । এ পর্যন্ত চীনের বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগে ২৩ শ'রও বেশি লোক নিহত হয়েছে এবং ২০০ বিলিয়ন ইউয়ান মূ্ল্যের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ।
|