১৮ অক্টোবর সকাল ৮টা ৪৪ মিনিটে চীনের ইয়াং সি নদীর তিন গিরিখাত জলবিদ্যুত কেন্দ্রের ১৪টি বড় ধরণের বিদ্যুত উত্পাদন যন্ত্রমন্ডল মোট ৯৮ লাখ কিলোওয়ার্ট বিদ্যুত উত্পাদন করেছে । চীনের বৃহত্তম জল-তড়িত ঘূর্ণচক্রের বিদ্যুত উত্পাদন যন্ত্র এই প্রথমবারের মত পরিপূর্ণভাবে বিদ্যুত উত্পাদন করতে সক্ষম হয়েছে ।
১৮ অক্টোবর সকাল ৮টার দিকে তিন গিরিখাত বাঁধের পানির উচ্চতা ১৫৩.৭৯ মিটারে দাঁড়িয়েছে ।
২০০৩ সালের জুলাই মাসে তিন গিরিখাত বিদ্যুত কেন্দ্রের প্রথম যন্ত্র বিদ্যুত উত্পাদন শুরু করে । ডিজাইন অনুসারে জলের উচ্চতা ১৪৮ মিটারে দাঁড়ালে বিদ্যুত উত্পাদন যন্ত্রগুলো পরিপূর্ণভাবে বিদ্যুত উত্পাদন করতে সক্ষম হবে ।
উল্লেখ্য যে, তিন গিরিখাত জল প্রকল্প মধ্য চীনের হু পেই প্রদেশের ই ছিয়াং শহরে অবস্থিত । বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুত প্রকল্প । গত ২০ মে ১৮৫ মিটার উচুঁ তিন গিরিখাত বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে ।
|