চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ চীনা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের একজন কর্মকর্তা ১৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে মেধাস্বত্ত্ব রক্ষার পরিবেশ উন্নয়নের চেষ্টা করবে ।
এই কর্মকর্তা এ দিন অনুষ্ঠিত চীন-মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি নীতি ফোরামে বলেছেন , মেধাস্বত্ত্ব রক্ষায়শিল্পোন্নত দেশগুলো কয়েক দশক এমন কি শত বছরে যে সাফল্য অর্জন করেছে চীন সরকার গত বিশ বছরের বেশি সময় প্রচেষ্টা চালিয়ে তা অর্জন করেছে । মেধাস্বত্ত্ব রক্ষার ব্যাপারে আন্তর্জাতিক দায়িত্বপালন করার সঙ্গে সঙ্গেচীন আন্তর্জাতিক নিয়মের পুনর্বিন্যাস ও পরিপূর্ণ করার জন্যে প্রচেষ্টা চালিয়েছে । যাতে বিশ্বের বিভিন্নদেশ বিজ্ঞান ও প্রযুক্তির সৃষ্টি সাফল্য ও স্বার্থ উপভোগ করতে পারে ।
প্রাসঙ্গিক পরিসংখ্যান অনুযায়ী এ বছরের জুন মাস পর্যন্ত চীনের জাতীয় মেধাস্বত্ত্ব ব্যুরো মোট ৩০ লাখ পেটেন্টের আবেদন গ্রহণ করেছে । তাছাড়া চীন মেধাস্বত্ত্ব আইনের ৪ লাখ পেশাদারী কর্মী লালনপালন করেছে । চীনের বাণিজ্য মন্ত্রণালয় দেশের ৩৫টি শহরে মেধাস্বত্ত্ব লংঘণ সম্পর্কেঅভিযোগ কেন্দ্র বসিয়েছে ।
|