জাতিসংঘ মহাসচিব কফি আনান ১৭ অক্টোবর " আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে" এক ভাষণে বলেছেন , দারিদ্র্য বিমোচনবর্তমান সময়ে মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণনৈতিক চ্যালেন্জ। তাই আন্তর্জাতিক সম্প্রদায়েরউচিত সম্মিলিতভাবে দারিদ্র্য বিমোচনের চেষ্টা করা ।
আনান বলেছেন , যদিও আন্তর্জাতিক সম্প্রদায়জাতিসংঘের সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেকিন্তু এই অগ্রগতিযথেষ্ট নয় । এশিয়ায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ফলে ২৫ কোটি মানুষ দারিদ্র্য মুক্ত হয়েছে । কিন্তু পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় দারিদ্র্যের হার এখনো হু হু করে বাড়ছে । সাহারার দক্ষিণাঞ্চলের আফ্রিকার অবস্থা গুরুতর । এমনি চলতে থাকলে ২০১৫ সালে দরিদ্র্য লোকসংখ্যাঅর্ধেকেনামিয়ে আনার লক্ষ্যমাত্রাবাস্তবায়ন কঠিন হবে ।
|