দক্ষিণ শ্রীলংকার একটি নৌবাহিনীর ঘাঁটিতে ১৮ অক্টোবর সরকার বিরোধী তামিল টাইগাররা হামলা চালিয়েছে। হামলায় নৌবাহিনীর এক সদস্য নিহত, ১১ জন আহত এবং অন্য একজন নিখোঁজ হয়েছে।
শ্রীলংকার জাতীয় নিরাপত্তা তথ্য কেন্দ্র জানিয়েছে, দুর্ঘটনা দক্ষিণ শ্রীলংকার গাল্লে শহরের কাছে দাকশিনা নৌঘাঁটিতে এ হামলা চালানো হয়। সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে, শ্রীলংকার নৌবাহিনী সাধারণ মাছ-ধরার ট্রলারের মধ্যে টাইগারদের তিনটি জাহাজ খুঁজে পায়। নৌসেনারা এ সব জাহাজ গোলা বর্ষণ শুরু করে। এতে তামিল টাইগারদের একটি জাহাজ ডুবে যায় এবং অন্য দুটো জাহাজে বোমা বিষ্ফোরিত হয়। শ্রীলংকার নৌবাহিনীর দু'টো দ্রুতগতিসম্পন্ন যুদ্ধজাহাজ এ বোমা বিস্ফোরণে ধ্বংস হয়।
এ হামলার কারণে শ্রীলংকা সরকার ও তামিল টাইগারদের মধ্যে চলতি মাস সুইডেনে অনুষ্ঠিতব্য বৈঠকের ওপর নিরূপ প্রভাব পরতে পারে।
|