কানাডার আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী জোসে ভের্নের ১৭ অক্টোবর ঘোষণা করেছেন যে, পাকিস্তানে গত বছরের ভূমিকম্পে দুর্যোগ কবলিত এলাকায় আরো ৪০ মিলিয়ন কানাডীয় ডলার, অর্থাত ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য দেবে।
ভের্নের গত মঙ্গলবারে অটোয়ায় পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান মহাম্মদ মিয়া সুমরোর সঙ্গে সাক্ষাত্কালে এই খবর জানিয়েছেন। এবারের ত্রাণ সাহায্য কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ব্যুরো যোগাবে। এই সাহায্য প্রধানত পানি সরবরাহ ব্যবস্থা, স্কুল ও হাস্পাতালের পুনর্নিমাণে ব্যবহৃত হবে।
|