আরব লীগের মহাসচিব মুসা ১৭ অক্টোবর বৈরুতে প্রতিশ্রুতি দিয়েছেন যে, আরব লীগ লেবাননের পুনর্গঠনে আরো সাহায্য দেবে।
বৈরুতে আয়োজিত আরব লীগের অর্থনীতি ও সমাজ কমিটির মন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে মুসা বলেছেন, আরব দেশগুলো অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে লেবাননকে সাহায্য দিতে ইচ্ছুক। এবার সম্মেলন আনুষ্ঠানিকভাবে সাহায্যে শুরু দেয়ার একটি প্রতীক।
লেবাননের প্রধানমন্ত্রী ফোয়াদ সিনিওরা সম্মেলনে বলেছেন, লেবানন-ইসরাইল সংঘর্ষে লেবাননের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরব দেশগুলোর কাছে পর্যটন ও বাণিজ্য ক্ষেত্রে লেবাননকে আরো সাহায্য দেয়ার আহ্বান জানান।
|