v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-18 16:13:28    
চাওয়া পাওয়া ( ৬ আগষ্ট )

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের বন্ধু লিলি। এখন শুরু করছি আজকের চাওয়া পাওয়া। আশা করি, সবাই খুশি মন নিয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন।

    বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সুরেশ চন্দ্র বিশ্বাস আমাদের অনুষ্ঠানে শিল্পী বেবী নাজনীন-এর গাওয়া "কাল সারা রাত ছিল স্বপ্নেরো রাত"নামে গানটি শুনতে চেয়েছেন। আমি ইন্টারন্যাট থেকে এই গান খুঁজে বের করেছি। এখন গানটি শোনাচ্ছি।

    বাংলাদেশের পাবনা জেলার রেডিও ফেয়ার লিসনার্স ক্লাবের মাসুদ রানা তাঁর চিঠিতে লিখেছেন, আমি চাওয়া পাওয়াতে চীনের একজন শিল্পীর কন্ঠে বাংলা গান শুনে খুবই অবাক হয়েছি। চীনা শিল্পীর কন্ঠে বাংলা গানটি খুবই আকর্ষণীয় হয়েছে। এবার আমি মহিউদ্দিন তাহের ভাইয়ের কন্ঠে একটি চীনা গান শুনালে চীর কৃতঞ্জ হবো। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার চাওয়া পূরণ করছি। তাহের ভাই খুব ভালোভাবে চীনা ভাষা বলতে পারেন। তাঁর কন্ঠস্বর অতন্ত্য মধুর। "চাঁদ আমার ভালোবাসার প্রতিনিধিত্ব করে" তাহের-এর গাওয়া নামে গানটি শুনুন।

    বাংলাদেশের কুষ্টিয়া জেলার দুর্বাচরা গ্রামের লালন অধুনা কসমস ক্লাবের সভাপতি মো: সাইদুল ইসলাম চাওয়া পাওয়াতে মান্নাদের কন্ঠে গাওয়া গান "ওললিতা ওক আজ অন্য ঘাটে যেতে বলনা" শুনতে চেয়েছেন। কিন্তু আমি খুব দুঃখিত, আমাদের হাতে গানটি নেই। তাই মান্নাদের আরেকটি গান শোনাচ্ছি। গানটি হচ্ছে তোমার নিশ্বাসে।

    বাংলাদেশের গাজীপুর জেলার রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের মো: শহীদুল কায়সার লিমন আমাদের অনুষ্ঠানে কাদেরি কিবরিয়ার কন্ঠে "আমি চিনি গো চিনি" রবীন্দ্র সঙ্গীতটি শুনতে চেয়েছেন। দুখিঃত, ভাই, আমাদের হাতে এই গান নেই। তাই কাদেরি কিবরিয়ার গাওয়া আরেকটি গান শোনাবো। এসো শ্যামল সুন্দর।

    বাংলাদেশের নাটোর জেলার উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাবের মো: মন্জুরুল আলম রিপন আমাদের অনুষ্ঠানে শিল্পী জেমস্ -এর কন্ঠে "লিখতে পারি না কোন গান তুমি ছাড়া" নামে গানটি শুনতে চেয়েছেন। দুঃখিত, ভাই, আমাদের কাছে গানটি নেই, তাই জেমসের আরেকটি গান শোনাবো। গানের কথা যেদিন বন্ধু।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ, আবার কথা হবে।